কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুর মুহাম্মদের (১২) খোঁজ মেলেনি এখনো। ছেলেকে ফিরে পেতে বাবা ফজলুল হক আকুতি জানিয়েছেনকিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুর মুহাম্মদের (১২) খোঁজ এখনো পাওয়া যায়নি। ছেলেকে ফিরে পেতে বাবা ফজলুল হক আকুতি জানিয়েছেন।
৬ জুন থেকে নিখোঁজ নুর মুহাম্মদ। তার বাবা মো. ফজলুল হক সদরের আলহাজ আমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশের মনিপুরঘাট এলাকায়বসবাস করে আসছে। দুই ভাইয়ের মধ্যে নুর ছোট। তাকে হারিয়ে তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনা কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
0 মন্তব্যসমূহ